আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। তবে এই ঘটনার পরপরই নতুন এক গুঞ্জন ছড়িয়ে পড়ে—পরীমণির সঙ্গে তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক রয়েছে!
পরীমণির জামিনদার হয়েছেন শেখ সাদী, আর এতেই শুরু হয় গুঞ্জনের ঝড়। তবে এবার মুখ খুললেন এই গায়ক। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পরীমণির সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই।
গুঞ্জন উড়িয়ে দিয়ে শেখ সাদী বলেন, “পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। আমাদের মধ্যে পারিবারিক বোঝাপড়া ভালো, এটাই সত্যি। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান, তিনিও আমাদের বাসায় আসেন। কিন্তু সেটা প্রেমের সম্পর্ক নয়। মানুষ না জেনে, না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন।”
পরীমণির সঙ্গে তার পরিচয় কীভাবে? এ প্রসঙ্গে সাদী বলেন, “একই অঙ্গনে কাজ করার কারণে পরীর সঙ্গে অনেক আগেই পরিচয় হয়েছে। পেশাগত কারণে আমাদের মাঝে নিয়মিত কথাবার্তা হয়। এটাকে নিয়ে গুঞ্জন ছড়ানোর কিছুই নেই।”
তাহলে জামিনদার হলেন কেন? এর জবাবে শেখ সাদী বলেন, “একজন সহকর্মীর প্রতি দায়িত্ববোধ থেকেই আমি আদালতে গিয়েছিলাম। পরীমণি যখন জানালেন, তিনি আত্মসমর্পণ করবেন, তখন আমি দুশ্চিন্তায় পড়ে যাই। পরে তার আইনজীবী আমাকে জামিনদার হিসেবে থাকতে বলেন, আর আমি রাজি হই।”
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে দীর্ঘদিনের টানাপোড়েনের পর ২০২৩ সালেই বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরী।
পরীমণির ব্যক্তিগত জীবন বারবার আলোচনার শিরোনাম হলেও, তার পেশাদারিত্ব এবং জনপ্রিয়তা কমেনি। নতুন গুঞ্জনকে কেন্দ্র করে এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী।