সংযুক্ত আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, দেশটির আকাশে নতুন চাঁদ উদিত হওয়ার খবর নিশ্চিত করেছে খালিজ টাইমস। ফলে আগামীকাল, শুক্রবার ৩১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ইসলামিক মাস শাবান শুরু হবে।
অন্যদিকে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় শনিবার, ১ ফেব্রুয়ারি থেকে শাবান মাস গণনা শুরু হবে। এর ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শবে বরাতের রাত মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায় করেন, কুরআন তিলাওয়াত করেন এবং গভীরভাবে জিকিরে মগ্ন থাকেন। অতীত জীবনের পাপের জন্য ক্ষমাপ্রার্থনা করেন এবং ভবিষ্যতের কল্যাণ কামনায় রোনাজারি করেন।
এই রাত পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে। মুসলমানরা শবে বরাতের পর থেকেই রমজানের প্রস্তুতি নিতে শুরু করেন।
হাদিস শরিফে এই রাতকে ‘শবে বরাত’ নামে উল্লেখ করা হয়নি, বরং বলা হয়েছে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা ‘শাবান মাসের মধ্য রজনী’।
এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল, কুরআন তিলাওয়াত ও হামদ-নাতের আয়োজন করা হবে।