ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এই রোববার ছিল চরম দুঃখের দিন। একদিনে তিনটি বড় পরাজয়ের মুখ দেখেছে ভারতীয় ক্রিকেট। টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হার, নারীদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এবং শেষমেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয়েছে ভারতের যুবারা।
অ্যাডিলেডে টেস্টে ভরাডুবি
সুপার সানডের দুঃখের শুরুটা হয়েছিল অ্যাডিলেডে, গোলাপি বলের টেস্টে। আগের দিনই ভারতের হার প্রায় নিশ্চিত ছিল, আর সেই শঙ্কা সত্যি হয়। স্বাগতিক অস্ট্রেলিয়া মাত্র ২০ বলে ১৯ রানের টার্গেট টপকে ১০ উইকেটে হারায় ভারতকে।
ভারত প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে গেলে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে তোলে ৩৩৭ রান। এতে ১৫৭ রানের বিশাল লিড পায় অজিরা। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ছিল আরও বিবর্ণ। স্টার্কের তোপে ভারতের ইনিংস ভেঙে পড়ে, ৮ উইকেট হারানোর পরও কোনও লড়াই দেখা যায়নি।
নারী দলের পরাজয়
সুপার সানডের দ্বিতীয় ধাক্কাটি আসে ভারতীয় নারী দলের কাছ থেকে। তাসমান পাড়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২২ রানে হারতে হয়েছে ভারতীয় নারী দলকে। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৩৭১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ভারত মাত্র ২৪৯ রানে অলআউট হয়।
বাংলাদেশের কাছে শোচনীয় হার
দিনের শেষ ধাক্কাটি আসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে। ভারতের যুবারা বাংলাদেশের কাছে ৫৯ রানে হেরে ‘হারের হ্যাটট্রিক’ পূর্ণ করে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৯৮ রান তোলে। ১৯৯ রানের লক্ষ্যে নেমে ভারত ১৩৯ রানে অলআউট হয়ে যায়।
সুপার সানডেতে টানা তিনটি পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য এটি ছিল এক দুঃস্বপ্নের দিন। তিনটি ভিন্ন দলের তিনটি ভিন্ন ম্যাচে হারের এমন ‘হ্যাটট্রিক’ বিরল এবং লজ্জার।