যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা।
ম্যাচের ২২ মিনিটে, মিডফিল্ডার রদ্রিগো দি পলের ম্যাজিকাল থ্রু পাস থেকে প্রথম গোলটি করেন আলভারেজ।
বিরতির পর ৫১ মিনিটে মেসি যাদুতে কানাডার জালে আবার আঘাত হানে আর্জেন্টিনা। ফলে আসরের প্রথম গোল পায় মেসি। অবশেষে, ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে আর্জেন্টিনা।
এরই সাথে ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে স্পেন। ২০০৮ ও ২০১২ সালের ইউরো এবং ২০১০ সালের ওয়ার্ল্ড কাপ। সেই রেকর্ডে নাম লেখাতে চলেছে আর্জেন্টিনা। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার ওয়ার্ল্ড কাপ; বাকি শুধু ২০২৪- এর কোপার শিরোপা।