সিলেটে বন্যার মধ্যেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। সোমবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে সিলেটে শিক্ষাবোর্ডের অধীনে ৮৭টি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা। অংশ নিচ্ছেন ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ শিক্ষার্থী।
এছাড়াও পরিক্ষাকেন্দ্রে পানি থাকায় ইতিমধ্যে কিছু পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে। কোথাও প্রবেশের রাস্তায় বালির বস্তা ফেলা হয়েছে।
সিলেট শিক্ষাবোর্ডের চার জেলার মধ্যে সিলেট জেলা বন্যা কবলিত। জেলা প্রশাসন জানিয়েছে, সিলেট জেলার পাঁচ লাখের বেশি মানুষ বন্যা কবলিত। ৯ হাজারের বেশি মানুষ ২১৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।