দেশের উত্তর-মধ্যাঞ্চলে যমুনা-ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও ১৮ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। জামালপুরে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি, এবং সুপেয় পানি ও খাবারের সংকটে আছেন।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও জেলার অভ্যন্তরীণ ফুলজোড়, ইছামতি, করতোয়া নদীসহ চলনবল অঞ্চলের নদী-নদীর পানি বাড়ছে। এতে জেলার ৫টি উপজেলার প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি। গত ১২ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্টে ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ও কাজিপুরের মেঘাইঘাট পয়েন্টে ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। অপরদিকে নদীতীরবর্তী অঞ্চলে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে শুরু করলেও এখনও বিপৎসীমার ওপরে রয়েছে, এবং নিচু রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে। প্রায় ৮ হাজার হেক্টর ফসলি জমি পানিতে ডুবে গেছে।