শর্ট ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক-এ বাংলাদেশ থেকে আপলোড করা প্রায় ৭২ লাখ ভিডিও গত তিন মাসে সরিয়ে দেওয়া হয়েছে। টিকটক-এর চলতি বছরের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশিত ৭১ লাখ ৭১ হাজার ৮৩২টি ভিডিও সরানো হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে ভিডিও সরানোর হার ছিল ৯৯.৪। তা করা হয়েছে ভিডিও প্রকাশ করার ২৪ ঘণ্টার মধ্যে।