সাবেক আইজিপি বেনজীর আহমেদের রূপগঞ্জের বাড়িটিও এখন সরকারের জিম্মায়। আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম ‘আনন্দ হাউজিং’- এর ওই বাড়িটি সিলগালা করেছে।
জানা যায়, বেনজীর আহমেদ প্রায় আট বছর আগে প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১ কোটি ৮৩ লাখ টাকায় এই জমি ক্রয় করেন। এরপর ২০২২ সালে এই জমিতে বাড়ি করেন। বেনজীর মাঝেমধ্যে এ বাড়িতে এসে রাত্রিযাপনও করতেন। নিরাপত্তার জন্য বাড়িটিতে ছিল কেয়ারটেকার ও দুটি কুকুর।