মোহাম্মদপুরে দ্বিতীয় জানাজা শেষে তাজমহল রোড কবরস্থানে বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
এর আগে, শেষবারের মতো জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে আনা হয় দেশে সেরা এই দাবাড়ুকে। সেখানে প্রথম জানাজা শেষে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন জিয়া।
শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনে জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা চলছিল। খেলা চলাকালীন হঠাৎ লুটিয়ে পড়েন জিয়াউর, সেখান থেকে নেয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াকে।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলাদেশের ক্রীড়াজগতে।