কোপার চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উরুগুয়ে। নির্ধারিত সময়ের খেলা গোল শুন্য ভাবে শেষ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেই ব্রাজিলকে কাঁদিয়ে শেষ চারে পা রাখে নুনেজ-অলিভেরার উরুগুয়ে।
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে গোল পাচ্ছিল না কোনো দল। লাস ভেগাসে শুরুতে গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় দু’দল। ধীরে ধীরে বাড়তে থাকে আক্রমণের ধার।
গোল শুন্য প্রথমার্থ ও দ্বিতীয়ার্ধের খেলা শেষে চলছে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের খেলা। এই অর্ধেও কোন গোল না হলে টাইব্রেকারে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের ভাগ্য।
তবে শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। ৪-২ ব্যবধানের হেরে আসর থেকে বিদায় নিল ব্রাজিল।